রাজধানীর উত্তরার আজমপুরে বেতন ও ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (৬ জুন) সকালে আজমপুর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
এসময় পোশাক শ্রমিকরা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে নানা সমস্যায় পড়ছেন নিম্ন আয়ের মানুষ। এই পরিস্থিতিতে পোশাক শ্রমিকরাও নানা সমস্যায় পড়ছেন। ফলে জীবনযাপনের জন্য বেতন ও ভাতা বাড়ানোর দাবিতে আজ আমরা আন্দোলনে নেমেছি।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস জাগো নিউজকে জানান, আমার থানা এলাকায় মাত্র একটি পোশাক কারখানা রয়েছে। সেখানে কোনো গণ্ডগোল নেই। আজমপুর মোড়ে পোশাক শ্রমিকরা কোথা থেকে এসেছে আমরা জানি না। তারা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিল। পরে আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন তারা চলে যাচ্ছে।