রাজধানীতে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম কুরবান আলী (২৫)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার মৃত সিদ্দিক উল্লার সন্তান।
সোমবার সকালে রাজধানীর বাংলামোটর ও কন্টিনেন্টাল হোটেলের মাঝামাঝি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
কুরবান আলী রাজাবাগ পুলিশ লাইনসে টেলিকম বিভাগে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
জানা গেছে, কুরবান আলী বর্তমানে টেলিকম শাখায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।