সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রডিউসারের ক্ষতবিক্ষত লাশ

  • প্রকাশিত : বুধবার, ৮ জুন, ২০২২

বুধবার ভোরে হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রডিউসারের লাশ উদ্ধার করে পুলিশ

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রডিউসার আবদুল বারির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে পুলিশ প্লাজার উল্টোদিকে তার লাশ পাওয়া যায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আবদুল বারির দেহে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডিবিসি নিউজের বার্তাকক্ষ সম্পাদক অমিতাভ রহমান জানান, মরদেহের পাশ থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।

এই বিভাগের আরও খবর