রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে ডিপিডিসি’র অনুরোধ

  • প্রকাশিত : বুধবার, ৮ জুন, ২০২২

গ্রাহক সেবার মান উন্নত করতে সিস্টেম আপগ্রেশনের জন্য আগামী শুক্রবার ও শনিবার প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এজন্য গ্রাহকদের নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আজ বুধবার সকালে গণমাধ্যমে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিস্টেম আপগ্রেশনের জন্য আগামী শুক্রবার সকাল ৮টা হতে শনিবার রাত ১২টা পর্যন্ত প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। এজন্য সকল গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে ডিপিডিসির কল সেন্টার ১৬১১৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিপিডিসি কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর