বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :

ঢাবিতে ভর্তি পরীক্ষা দিয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত

  • প্রকাশিত : শনিবার, ১১ জুন, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ-ইউনিটে আজ শনিবার ভর্তি পরীক্ষা দিয়েছেন ৫৫ বছর বয়সী সেই বেলায়েত শেখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ এম মুজিবুর রহমান গণিত ভবনের ৮ম তলার ৮০২ নম্বর কক্ষের পরীক্ষা কেন্দ্রে আসন ছিলো বেলায়েত শেখের। এর আগে ভর্তি পরীক্ষার আবেদন করে আলোচনায় আসেন তিনি।

পরীক্ষা শেষে সাংবাদিকদের কাছে পরীক্ষার পরিবেশ ও সংশ্লিষ্টদের সহযোগিতার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘পরীক্ষা মোটামুটি ভালোই দিছি। বয়স অনুযায়ী যা দিছি, ভালোই দিছি।’

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ার ইচ্ছাও পুনর্ব্যক্তও করেন তিনি। না পেলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেবেন বলেও জানান বেলায়েত শেখ।

এই বিভাগের আরও খবর