তিস্তার পানি হু-হু করে বাড়ছে। নদীর ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এজন্য পানি উন্নয়ন বোর্ড সর্তকতা জারি করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ত্রাণ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বার্তা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২ টার ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার। এই পয়েন্টে বিপদসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। এই পয়েন্টে বিপদ সীমা ছুঁই ছুঁই করছে। একই সময় কাউনিয়া পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে ২৮ দশমিক ৭২ সেন্টমিটারে প্রবাহিত হচ্ছিল। তিস্তার ডালিয়া পয়েন্টে ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে বন্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে শঙ্কা করা হচ্ছে।
গঙ্গাচড়া উপজেলা লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, পানি উন্নয়ন বোর্ডের বার্তা পেয়েছি। এছাড়া মাইকিং করে সর্তক করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, কদিন আগে পানি বৃদ্ধি পাওয়ায় তার ইউনিয়নে অনেকের ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই দুর্ভোগ এখনো কাটেনি। তার ওপর আবার পানি বৃদ্ধি পেলে মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, পানি বিদপসীমার কাছাকাছি চলে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বার্তা পাঠানো হয়েছে।