মহাকাব্যের ক্ষণটা আজ থমকে গিয়েছিল শাদাব খানের দরজায়, তার মুখেই পড়েছে ফুলচন্দন। সাত নাম্বারে ব্যাট হাতে ৭৮ বলে ৮৬ রান, ক্যারিয়ার সেরা ইনিংস।
১১৭ রান, ৫ উইকেট খোয়া গেছে; ঠিক তখনই প্রতাপে ব্যাট হাঁকিয়ে দলকে ২৬৯ রানের সংগ্রহ এনে দিয়েছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।
এরপর বোল হাতে জাদু, ক্যারিশমাটিক বোলিংয়ে ৬২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। যার মধ্যে আছে প্রতিপক্ষ দলের সর্বোচ্চ স্কোরার, দ্বিতীয় সর্বোচ্চ স্কোরারের উইকেটে।
মুলতানে স্বপ্নের মতো খেলে একটা সুলতানি দিন কাটালেন শাদাব খান। তাতেই ম্লান হয়ে ওয়েস্ট ইন্ডিজের সব কৃতিত্ব। হঠাৎ বোলার হয়ে ওঠা নিকোলাস পুরানও ঠাই পেলেন না।
ধূলিঝড়ে ৪৮ ওভারে নেমে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৬৯ রানের সম্বল নিয়ে ৫৩ রানের জয় পেয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ৩৭.২ ওভারে ২১৬ রান করেই। এ জয় দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান।