আগামী মাসে সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি সপ্তাহেই এ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস।
রবিবার একটি সূত্র এ তথ্য জানিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছে।
সূত্রটি জানিয়েছে, বাইডেনের এই সফর জুলাই মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্রও সফরের পরিকল্পনা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই মুখপাত্র বলেন, এই মুহূর্তে এই সফর সম্পর্কে নিশ্চিত করে বলার মতো তথ্য তাদের কাছে নেই। তবে খুব শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে।