কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচন পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে ছয় জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুল হাসান।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে একজনকে তিন মাসের সাজা দেওয়া হয়। অপর পাঁচজনকে তিন থেকে এক সপ্তাহের সাজা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কামরুল হাসান জানান,‘আমরা এখানে দেখেছি নির্বাচনে তারা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিল। কাউকে তিন দিন, কাউকে ছয়দিন ও কাউকে নয় দিনের সাজা দেওয়া হয়েছে।’