কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের ব্যাজধারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে দেখা মিলছে না স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীদের।
এ চিত্র দেখা যায় চৌয়ারা বালিকা উচ্চবিদ্যালয়, ধনাইতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এবং চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে।
নির্বাচনী কেন্দ্রের আশপাশের এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অন্য প্রার্থীর কোনো কর্মী-সমর্থক কেন্দ্রের আশপাশে নেই। বলা যায় কেন্দ্রের আশপাশ নৌকার ব্যাজধারীদের একতরফা নিয়ন্ত্রণ।
এ বিষয়ে চৌয়ারা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু হানিফ বলেন, কেন্দ্রের ভেতরে নৌকার ব্যাজধারী কাউকে নজরে পড়েনি। কাউকে দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।