সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজধানীর উত্তরে পশুর হাটে আমন্ত্রণ জানিয়ে সংবাদকর্মীদের অবমুল্যায়ন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ৪ জুলাই, ২০২২

আর মাত্র ১ সপ্তাহ পরে হতে চলেছে পবিত্র ঈদু-উল আযহা। আর এ ঈদুল আযহাকে কে ঘিরে দেশে চলছে প্রস্তুতি। রাজধানীর উত্তরা ও দক্ষিণ সিটি কর্পোরেশন আওতায় ২১ স্থানে কোরবানির পশুর হাট বসার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।এদিকে কয়েকটি পশুর হাটে ঘুরে দেখা যায়,পশুর হাট বসার জন্য বাঁশের খুঁটিসহ আনুসাঙ্গিক সব প্রস্তুতি প্রায় শেষ। ঢাকার উত্তর সিটির হাজি ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটির কাওলা শিয়ালডাঙ্গা মাঠে বসেছে ঢাকার দ্বিতীয় বৃহত্তর পশুর হাট।

এ হাট সম্পর্কে হাট ইজারাদার মোঃতৌফিকুর রহমান হিমেল ও পরিচালক কাজী মাঈনুল তাদের সাথে পশুর হাট সম্পর্কে তথ্য জনার জন্য আগের দিন শুক্রবার মুঠোফোনে সরেজমিনে দেখা করার জন্য কল করলে তারা ২ জুলাই (শনিবার)কাওলা আশিয়ান সিটির মাঠে আসার আহবান জানান, এদিকে গত শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে হাট প্রাঙ্গনে সাংবাদিকরা গেলে হাট পরিচালক কাজি মাঈনুল সাংবাদিকদের সময় তেমন না দিয়েই আড়ালে অবস্থান করেন।এদিকে সে সময় পশুর হাট প্রাঙ্গনে কমিটির ইমরুল চৌধুরী হাট কমিটির নিজস্ব পদবি গোপন রেখেই সাংবাদিকদের তথ্য দিতে থ থাকলে সেই মুহুর্তে ৪৯ নং ওয়ার্ড কাউন্সিল মোঃআনিছুর রহমান নাঈম(সাধারন সম্পাদক,স্বেচ্ছাসেবক লীগ,ঢাকা মহানগর উত্তর) হাট প্রাঙ্গনে এসে পৌছালে ইমরুল চৌধুরী সাংবাদিকদের বাকি প্রশ্নের উত্তর না দিয়েই তড়িঘড়ি করে কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের সাথে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে সে সময় সাংবাদিকদের সঙ্গে কাউন্সিলর নাঈমের দেখা হলে তিনি বলেন, নিউজ টিউজ কি দরকার এবং সাংবাদিকদের বসতে বলে তার কাজে ব্যস্ত হয়ে পড়েন। তবে হাট কমিটির ইমরুল চৌধুরী সাংবাদিকদের বাকি প্রশ্নের উত্তর শেষ করে চলে যাওয়ার পূর্বে কাউন্সিল এর সামনে সাংবাদিকদের বলেন এই হাটের সার্বিক সহযোগীতায় কাউন্সিলর নাঈম ভাই, একথা নিউজে লিখবেন। এদিকে তথ্য নিয়ে আরো জানা যায়,গত বছর এই আশিয়ান সিটির শিয়ালডাঙ্গা ২০২০ইং সালের ঐ একই পশুর হাট মোঃ আনিছুর রহমান নাঈম ইজারাদার ছিলেন এবং ২০২১ইং একই পশুর হাট বসলে সেই হাটের ইজারাদার ছিলেন মোঃ সোহেল রেজা(সাবেক,সহ-সভাপতি, বিনানবন্দর থানা আওয়ামীলীগ)। ২০২২ইং আবারও কাওলা আশিয়ান সিটির মাঠ প্রাঙ্গনে হাটের ইজারা আনিছুর রহমান নাঈম নিলেও তার নাম প্রকাশ না করে ইজারাদার মোঃতৌফিকুর রহমান হিমেলের নাম পোস্টারে ও হাট প্রাঙ্গনে মাইকে শোনা যায়। শুধু তাই নয় মাইকে শোনা যায় রাজধানীর দ্বিতীয় বৃহত্তম হাট এই আশিয়ান সিটির শিয়াল ডাংগা মাঠ প্রাঙ্গন অথচ সাংবাদিকদেরকে ঢাকা উত্তর সিটির ৪৯ নং কাউন্সিলর মোঃআনিছুর রহমান নাঈম বলেন কিসের এটা ঢাকার দ্বিতীয় বৃহত্তম পশুর হাট? তিনি বলেন এটা একটা ছোট পশুর হাট।

এদিকে সাংবাদিকদের বসিয়ে রেখে মোঃ আনিছুর রহনান নাঈম,হাট পরিচালক কাজি মঈনুল,কমিটির নুরুল চৌধুরী সহ সবাই চলে গেলে প্রায় তিন ঘন্টার বেশি সাংবাদিকরা তথ্যের জন্য অপেক্ষায় থাকার পর হাট পরিচালক কাজি মঈনুলকে সাংবাদিকরা মুঠোফোনে কল দিলেও তিনি কল রিসিভ না করে কলটি কখনো কেটে দেন আবার কখনো রিসিভ করেন নি। পরে বৃষ্টি শুরু হলে ততক্ষণে কোন রিপ্লাই না আসায় সাংবাদিক গন স্থান ত্যাগ করেন।পরের দিন রবিবার বিকেলে আরও কিছু তথ্যের জন্য ফোন করলে তিনি জানান মেইন পরিচালনায় ইমরুল চৌধুরী। তারপর ইমরুল কে ফোন করলে তিনি সাংবাদিকদের বিষয় নিয়ে দেখছেন বলে জানান।সব মিলিয়ে গোলেমালে একাকার। আর এই যদি হয় কাওলা আশিয়ান সিটির হাট প্রাঙ্গনের অবস্থা তাহলে হাটে আসা পাইকারি পশু বিক্রেতা ও ক্রেতাদের কোন সমস্যায় পড়লে তাদের কি বিড়ম্বনায় না পড়তে হয়।

এদিকে ঐ হাট প্রাঙ্গনে সংরক্ষিত আসন-১৭ মহিলা কাউন্সিল জাকিয়া সুলতানা (৪৯, ৫০ ও ৫১ নং ওয়ার্ড কাউন্সিল) নিজ প্রাইভেট কারে করে হাট প্রাঙ্গনে প্রবেশ করেন এবং ৫ মিনিট প্রাইভেট কারে বসে থেকে পরবর্তীতে হাট প্রাঙ্গন ত্যাগ করেন। এদিকে সাংবাদিকরা হাট প্রাঙ্গনে পশুর চিকিৎসক সম্পর্কে,পাইকারি পশু ব্যবসায়িদের বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে কি না,নিরাপত্তা ব্যবস্থা,ব্যাংকিং ব্যবস্থা সার্বিক তথ্য না পেয়ে অপেক্ষা করতে করতে এক পর্যায়ে হাট প্রাঙ্গন ত্যাগ করেন।এই যদি হয় আশিয়ান সিটির পশুর হাটে অবস্থা তাহলে ক্রেতা-বিক্রেতাদের অবস্থা কি হতে পারে সেটাই হচ্ছে জনমনে প্রশ্ন।

এই বিভাগের আরও খবর