বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

বরিশাল সদর সাব রেজিস্ট্রারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

উৎকোচ দাবী করায় বরিশাল সদর সাব রেজিস্ট্রার মোঃ ইউসুফ মিয়া সহ ৯ জনের বিরুদ্ধে বরিশাল সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা হয়েছে।

বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন বরিশাল অফিসে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বরিশালের সিনিয়র স্পেশাল জজ ওই নির্দেশ দেন। অ্যাডভোকেট এ কে এম আরিফুর রহমান খান জানান, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছেন বরিশাল সদর অফিসের সাব রেজিস্ট্রার মোঃ ইউসুফ মিয়া, সাব রেজিস্ট্রি অফিসের ২য় মোহরান (সাময়িক বরখাস্ত) মোঃ শাহিন হাওলাদার, মোঃ মাহাবুব আলম মঞ্জু, মোঃ মাহাতাব আলম মঞ্জু, মোঃ সাফিন আরাফাত, মোঃ ফজলে রহমান, শাহানাজ পারভীন ও ফারহানা খানম। এদের সকলের বিরুদ্ধে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা হয়েছে।

বাদী অ্যাডভোকেট এ কে এম আরিফুর রহমান জানান, দলিল রেজিস্ট্রি করতে হলে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করতে হবে। টাকা দিতে অস্বীকার করায় আসামীরা দলিলটি রেজিট্রি করতে অস্বীকার করায় বাদী মামলা করলে বিচারক উপরোক্ত নির্দেশ দেন।

এই বিভাগের আরও খবর