সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

গরীব অসহায় মানুষের পাশে মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান

শুভ মন্ডল, কয়রা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি গরীব অসহায় পরিবারের খাদ্য শষ্য মজুদ না থাকায়, না খেয়ে থাকা গরীব অসহায় মানুষের পাসে দাড়ালেন । তিনি মহেশ্বরীপুরে বেশ কিছু অসহায় পরিবারের মধ্যে চাল ও নিজ অর্থায়নে বাজার সামগ্ৰী বিতরণ করেন।

আজ ৯ আগস্ট তিনি ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদশন করেন,এসময়ে অসহায়দের খোঁজ খবর নেন এবং খাদ্য সামগ্রী তুলে দেন অসহায়দের মাঝে।

এলাকা বাসীর সুত্রে জানা যায় মহেশ্বরীপুর ইউনিয়নে এরকম কাজ এই প্রথম করেছেন।একজন চেয়ারম্যান নিজে যেয়ে আসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন।জানা যায় এর আগে কোনো জন প্রতিনিধি তাদের পাসে এভাবে কখনো সাহয‍্যের হাত বাড়ায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এরকম অনেকেই বলেন আমাদের ভোট বিফলে যায় নি।আমাদের ইউনিয়ন সঠিক নেতৃত্বের হাতে পৌঁছেছে।আমরা প্রান ভরে আমাদের চেয়ারম্যান এর জন্য দোয়া করি তিনি যেন সুস্থ থেকে আমাদের ইউনিয়নের সকল কে সেবা দিতে পারেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন মহেশ্বীপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তাইফুর রহমান (তুহিন) ও যুগ্ন-আহবায়ক শুভ মন্ডল,সদস্য-ইয়াছিন আরাফাত জামি, ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন,রমজান,আজমাইন,বাপ্পি,শফিকুল।

এই বিভাগের আরও খবর