সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে র‌্যাবের অভিযান

  • প্রকাশিত : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‌্যাব। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ভোর থেকেই নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে রাখে র‌্যাব। এ সময় পুলিশও আশপাশে অবস্থান নিয়েছে।

এএসপি আ ন ম ইমরান খান বলেন, আমরা এখনও বাড়ি মালিকের নাম জানতে পারিনি। আমাদের চৌকস টিম এখানে অবস্থান করছেন।

ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট রয়েছে বলেও তিনি জানান।

এই বিভাগের আরও খবর