মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

অবশেষে নয় বছর পর গঠিত হল ধামরাই উপজেলা আওয়ামীলীগের কমিটি

মাধপ সরকার, ধামরাই প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

ধামরাই উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নব নির্বাচিত সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক সাবেক সভাপতি ও সংসদ সদস্য ধামরাই উপজেলা। এবং সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন সাকু সাবেক সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামীলীগ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব গোলাম কবির মোল্লা বর্তমান মেয়র এবং পৌর আওয়ামীলীগের সভাপতি ধামরাই উপজেলা।
এবং ১নং যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সানোরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব লালটু।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল থেকে উপস্থিত ছিলেন জনাব ওবায়দুল কাদের এমপি এবং মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ।

উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব বেনজির আহমেদ স্থানীয় এমপি এবং সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আরো প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মাহাবুবুর রহমান সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান ঢাকা জেলা পরিষদ।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব এম এ মালেক সভাপতি ধামরাই উপজেলা আওয়ামীলীগ সাবেক সংসদ সদস্য।

সঞ্চলনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামীলীগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডঃ আব্দুর রাজ্জাক এমপি ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ও মন্ত্রী কূষি
মন্ত্রণালয়।

এছাড়া আর এডভোকেট কামরুল ইসলাম এমপি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ও সাবেক আইনমন্ত্রী।

আরো উপস্থিত ছিলেন জনাব মির্জা আজম এমপি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ও সাবেক প্রতিমন্ত্রী।

জনাবা শামসুন নাহার চাঁপা, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ।

জনাব মেহের আফরোজা চুমকি এমপি মহিল্লা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ সাবেক প্রতিমন্ত্রী।

এছাড়াও ডঃ এনামুর রহমান এমপি এবং সহ সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগ ও প্রতিমন্ত্রী দুযোগ ব্যাবথাপনা ও ত্রান মন্ত্রনালয়।

এসময় ভার্চুয়াল উপস্থিত থেকে জনাব ওবায়দুল কাদের শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন বাংলাদেশ এখন ধর্মনিরপেক্ষ উনায়নশীল দেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন মিউজিয়ামে সংরক্ষিত আছে। তারেক জিয়া বিদেশে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সরযন্ত করছে। আগামী নির্বাচন ২০২৪ সালে জানুয়ারিতে অনুষ্ঠেয় হবে এজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এ সময় মির্জা আজম বলেন ২০০১-২০০৬ পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় থেকে আমাকে শতাধিক মামলা দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার জন্য চৌদ্দটি গ্রেনেড নিক্ষেপ করেছিল। আল্লাহর অশেষ রহমতে জনগণের জন্য বেঁচে রয়েছেন।

বাংলাদেশ আজ মাথাপিছু আয় ৫৪০ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৮০০ ডলার ।

এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ,ছাএলীগ , যুবলীগ ও বিভিন্ন ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সকল নূতবূন্দ।

এই বিভাগের আরও খবর