কাউকে বাদ দিয়ে নয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প বাংলাদেশ দলিত বঞ্চিত অধিকার আন্দোলন কমিটির উদ্যোগে খুলনার কয়রায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় নাগরিক উদ্যোগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার অন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী। সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোজাফ্ফর হোসাইন,উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু,সাংবাদিক রাসেল হোসেন,সুনিল কুমার মাঝি প্রমুখ।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন নাগরিক উদ্যোগ ঢাকার প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ।