রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

আর্তমানবতার সেবায় কয়রার ময়না নবারুন সংঘের কার্যালয় উদ্বোধন

শুভ মন্ডল- কয়রা, খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

“চলবো মোরা একসাথে,জয় করবো মানবতাকে “এই স্লোগানকে বাস্তব রুপ দিতে খুলনার কয়রায় নতুন ভাবে নতুন উদ্যমে ১৯৯১ সালের পূরাতন স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ময়না নবারুন সংঘের অফিস কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৮ টায় কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুলবাজরে সংগঠনের পৃষ্টপোষক ইসরাফিল হোসেন এর সভাপতিত্বে ফিতা কেটে এ কার্যালয় উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা রিপোটার্স ইউনিটির সভাপতি ও কয়রা সবুজ আন্দোলনের সমন্বয়ক ওবায়দুল কবির সম্রাট । উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ জহুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আলামিন ইসলাম, সাবেক ইউপি সদস্য আশশাদ আলী মোল্যা,সংগঠনের উপদেষ্টা, কামরুল সানা,বাবু দেবাশীষ অধিকারী, সংগঠনের সদস্য, মাহমুদুল হাসান,মুনতাসির মামুন বাপ্পি, আল আমিন, তরিকুল ইসলাম, রুদ্র মোহন রায়, আকরাম হোসেন, ইমরান, আল মামুন, টুটুল সানা, ওসমান গণি, হাকিম গাজি, বাবু প্রমুখ।

এই বিভাগের আরও খবর