বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

রাজধানীতে বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিক নিহত, আহত ৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

রাজধানীর বাড্ডার বিদ্যুতের খুঁটি পোঁতার সময় বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোহাম্মদ জুয়েল ফকির (৩০) ও শহিদুল সিকদার (৩৫)। আহতরা হলেন শাকিল (৩২), ইলিয়াছ (৩১) ও রেজাউল (৩০)।

নিহত জুয়েলের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার যৌতা গ্রামে। তার বাবার নাম আলাউদ্দিন ফকির। শহিদুলের বাড়ি একই থানার আদাবাড়িয়া গ্রামে। তার বাবার নাম মোতালেব শিকদার।

নিহত শহিদুলের আত্মীয় বাচ্চু শিকদার গণমাধ্যমকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরশনের জন্য এমএস করপোরেশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে রাতে বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ করছিলেন তারা। এ সময় তারে জড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এ ছাড়া আহতদের বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর