ঢাকার উত্তর সিটির দক্ষিণখান এলাকায় দিনে দিনে যানজট চরম আকার ধারণ করেছে। প্রায় সময়ই অস্বাভাবিক ও আপত্তিকর যানজট চোখে পড়ে। সময়ে কিংবা অসময়ে বেআইনী ভাবে রাস্তায় দাপিয়ে প্রবেশ করে থাকে পোষাক কারখানার গাড়ি,ভবন নির্মাণের রেডি মিক্স ট্রাকসহ বিভিন্ন ধরনের ভারী যানবাহন।
সরেজমিনে দেখা যায় রাস্তায় অবৈধ অটোরিকশার চলাচলে যানজটের দৃশ্য সকাল-দুপুর কিংবা রাত যখন তখনই বেপরোয়া ভাবে চলছে ! প্রায় সময়ই যানজটের কবলে পরে ব্যাস্ত কর্মজীবীদের বিপাকে পড়তে দেখা যায়।গোপন সুত্রে জানা গেছে, এ যানজট নিয়ন্ত্রণের জন্য সিটি করপোরেশনের নির্ধারিত ট্রাফিক কিংবা দ্বায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি বা এলাকার ক্ষমতাপ্রাপ্ত চাঁদাবাজরাও আগের মতো লাঠিসোটা হাতে ব্যবস্থা নিচ্ছে না! অবৈধ অটোরিকশা গুলোও চাঁদা দিয়েই চলে।তাই দাপটের সাথে যত্রতত্র পার্কিং করায় গাওয়াইর এলাকায় বিরাট যানজট সৃষ্টি হচ্ছে।
বিগত কিছু দিনের মধ্যে প্রতিটি দিনেই গাওয়াইর কাজিবাড়ি রোড থেকে প্রেমবাগান মোড় পর্যন্ত মারাত্মক যানজট চোখে পড়ে।এ ধরনের যানজট হলে এই যানজট ছুটতে কখনো কখনো আধাঘন্টা আবার কখনো কখনো এক ঘন্টায়ও সমাধান হচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক বহু ভুক্তভোগীদের মতে,বহু ব্যাক্তি যত্রতত্র ও রাস্তার পাশে এলাকার স্থানীয় নেতা মাস্তান ও সন্ত্রাসীদের ছত্রছায়ায় চাঁদার বিনিময়ে তাদের ব্যাবসার পশরা সাজিয়ে বসে থাকে বলেও যানজট হতে দেখা যায়।তাছাড়াও ভারী যানবাহন গুলো অসময়ে প্রবেশ করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নিয়মিত ভাবেই ঘুষ দিচ্ছে বিধায় তারাও বাঁধাহীন ভাবে অবৈধ প্রবেশের রাজত্ব পেয়েছে!
উল্লেখ্য যে,এই সংবাদ প্রকাশের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দ্বারা উপযুক্ত সমাধানের নিমিত্তে সংশ্লিষ্ট প্রতিটি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।