সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে ব্রুনাই সুলতানের শ্রদ্ধা

মাধপ সরকার, ধামরাই প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ব্রুনাই দারুস সালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদীন ওয়াদ্দৌলাহ। শনিবার (১৫ অক্টোবর) বেলা ৩টা ৪০ মিনিটে সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান তিনি। শ্রদ্ধা নিবেদনের সময় তাকে দেওয়া হয়েছে তিন বাহিনীর গার্ড অব অনার।

এ সময় তিনি এক মিনিট নিরবতা পালন করেনভ শ্রদ্ধা নিবেদন শেষে ব্রুনাই সুলতান স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে একটি সোনালু নামের গাছের চারা রোপণ করেন।

এদিকে সুলতানের আগমনকে ঘিরে স্মৃতিসৌধ এলাকায় নেয়া নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। নিরাপত্তার জন্য বসানো হয়েছে পুলিশের বিশেষ ওয়াচ টাওয়ার, উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিসহ স্মৃতিসৌধ এলাকায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা বলয়।

এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি জানান, অতিথিদের আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

এই বিভাগের আরও খবর