শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

ট্যাক্স অফিসে মেলার পরিবেশে রিটার্ন জমার সুযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

এবার দেশব্যাপী আয়কর মেলা না হলেও সংশ্লিষ্ট ট্যাক্স অফিসে অনেকটা মেলার পরিবেশেই পুরো নভেম্বর জুড়ে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া কিংবা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিআইএন) নেওয়ার সুযোগ পাবেন করদাতারা। আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এনবিআর নভেম্বরকে কর সেবা মাস হিসেবে ঘোষণা দিয়েছে। সব আয়কর অফিসে আলাদা ডেস্ক স্থাপন করে ট্যাক্স রিটার্ন জমা নেওয়া হবে।

৩০ নভেম্বর ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এরপর কেউ রিটার্ন জমা দিলে তাকে প্রতি মাসের জন্য মোট ট্যাক্স এর ২ শতাংশ হারে সুদ গুণতে হবে।

এই বিভাগের আরও খবর