বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে এক কেজি হিরোইন সহ আসামী গ্রেফতার

মোঃ আলতাফ হোসেন বাবু - ব্যুরোচিফ, রাজশাহী
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বিপিএম (বার) এর সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ( ক্রাইম এ্যান্ড অব্স) এর সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশের দায়িত্ববান অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই পিপিএম এর নেতৃত্বে রাজশাহী ডিবি পুলিশের একটি চৌকস টিম গত ২৯/১০/২০২২ ইং তারিখ রাতে গোদাগাড়ী থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোদাগাড়ী থানাধীন রেলগেট বাজারস্থ জনৈক আল আমিন ( ৩২) পিতা -মোঃ মাইনুল ইসলাম, সাং – মাটিকাটা রেলগেট বাজার্থ তার মোবাইল সার্ভিসিং এর দোকানের সামনে সাগুয়ান ঘুণ্টি গামী রাস্তার উপর ঘটনা স্থল হতে রাত আনুমানিক নয়টার সময় ০১. আসামী নুরুন্নবী ইসলাম ( ২৮) পিতা – মোঃ আবুল কাসেম, সাং – সারাংপুর পুলিশ পাড়া, গোদাগাড়ী রাজশাহীকে ৫০০( পাঁচ শত) গ্রাম হেরোইন সহ আটক করে উক্ত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে উক্ত হেরোইন ধৃত ০২. আসামী মোঃ মিঠুন আলী ( ২৬) পিতা – মোঃ তোফাজ্জল হোসেন, সাং-জোতগোসাইদাস, থানা – গোদাগাড়ী, রাজশাহী এর নিকট হতে বিক্রয়ের উদ্দেশ্যে দাড়িয়ে ছিলো এবং সে আরও জানায় যে উক্ত ০২ নং আসামী মিঠুন আলীর নিকট আরো হেরোইন আছে তার উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি চৌকস টিম তারিখ রাত এগারো টার সময় দুই নং আসামীর বাড়িতে তল্লাশি করে তাকে ও তার সহযোগী আসামী ০৩ নং মোঃ রবিউল ইসলাম ( নবীন) কে গ্রেফতার করে ধৃত আসামীদের দেহ তল্লাশি কালে দুই নং আসামী মিঠুন আলীর কোমরে বেধে রাখা গামছার ভিতরে আরো ৫০০( পাঁচ শত) গ্রাম হেরোইন পাওয়া যায় এবং তার সাথে একটি ছোট ডিজিটাল ওয়েট মেশিন পাওয়া যায়। ধৃত আসামীদের নিকট থেকে মোট ০১ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে যার মূল্য এককোটি টাকা।

আসামীগন জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন একসঙ্গে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। অফিসার ইনচার্জ ডিবি রাজশাহী জেলা মোঃ আব্দুল হাই পিপিএম জানান, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (০১) ধারায় গোদাগাড়ী মডেল থানায় ৩০/১০/২০২২ ইং তারিখে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের দায়িত্ব বান অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই পিপিএম। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার মানবিক অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর