ব্রাজিল ফুটবল বিশ্বকাপ ২০১৪। ফাইনালে জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা। সেই বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন লিওনেল মেসি। তাতে কী, স্বপ্নের খুব কাছে গিয়ে হাত ফস্কানোর ঘটনা নাকি মেসির মনে তীব্র দাগ কাটে।
মেসি নাকি সেই ঘটনার পর বছর খানেক নাকি ঘুমাতে পারেননি! ফুটবলের ক্ষুদে জাদুকরের সেই দুঃখের গল্পই শুনিয়েছেন তার সাবেক এজেন্ট ও ফাবিয়ান সোলদিনি।
সোলদিনি বলেন, ‘১০ বছর দেখা না হওয়ার পর আমি যখন তার বাসায় গিয়েছিলাম, সে আমাকে বলেছিল, ফাবি, এক বছর ধরে আমি রাতে জেগে উঠতাম এবং ব্রাজিলের সেই ফাইনালটি নিয়ে ভাবতাম। আমি ঘুমাতে পারতাম না। এ বিষয়টাই তার মাথায় ঘুরতে থাকত।’
পেশাদার ফুটবলার মেসির একটা হারে কেনো এমন বিপর্যয়? সেই প্রশ্নের উত্তরও আছে সোলদিনির কথায়। তিনি বলেন ‘এটা তার ভালোবাসা। জাতীয় দল তার ভালোবাসা। এটা বার্সেলোনা কিংবা নিউওয়েলস না, এটা আর্জেন্টিনার জন্য তার প্রেম। জাতীয় দলের তার দারুণ ভালোবাসা।’