বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

উত্তর কোরিয়া, রাশিয়াকে গোলা-বারুদ সরবরাহ করছে: যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউক্রেনে অভিযানে ব্যবহার করার জন্য রাশিয়াকে উল্লেখযোগ্য পরিমাণে গোলা-বারুদ সরবরাহ করছে উত্তর কোরিয়া।

মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়া অস্ত্রের চালান এই সংঘর্ষের রূপ খুব একটা পাল্টাতে পারবে না। তিনি ইউক্রেনকে দেওয়া পশ্চিমা সামরিক সহায়তা জোরদার করার ওপর গুরুত্ব দেন।

কিরবি বলেন, ‘আমাদের ইঙ্গিত বা তথ্য বলছে, উত্তর কোরিয়া প্রছন্নভাবে অস্ত্র সরবরাহ করছে। কোথায় তারা (রাশিয়া) এই চালান গ্রহণ করে আমরা সে বিষয়পটি পর্যবেক্ষণ করছি।’

তবে এই অস্ত্র চালানের মতিগতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি এই মার্কিন কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর