রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

অবশেষে প্রথম শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে : তুরস্ক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

রাশিয়া শস্য রপ্তানি চুক্তিতে ফেরার পর কৃষ্ণ সাগর হয়ে বন্দর ছেড়ে গেছে ইউক্রেনের ছয়টি শস্যবাহী জাহাজ।

বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, ‘শস্য রপ্তানি চুক্তি ফের চালু হওয়ার পর ছয়টি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে।’
আর ইউক্রেনের অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার বন্দর ছাড়া জাহাজের সংখ্যা ৭।

ক্রিমিয়ায় রুশ নৌবহরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে এমন অভিযোগ এনে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিল মস্কো।

এই বিভাগের আরও খবর