রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোরআন মজলিস বাংলাদেশ এর আহবায়ক কমিটির পক্ষে আদালতের আদেশ এম.এম কামাল আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ESF-এর কর্ণধার জনাব এনায়েত উল্যাহ সৈয়দ (শিপুল সৈয়দ স্যার)-কে টেলিভিশন এসোসিয়েশন অব চীনে পানওয়াং উৎসব অনুষ্ঠিত ইউআইটিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র আহবায়ক আবজাল হোসাইন মৃধা আন্তর্জাতিক জুরি বোর্ডে অভিনেতা এনায়েত উল্ল্যাহ সৈয়দ বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার গোদাগাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল মতিন শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক অবরোধে আশুলিয়ায় যান চলাচল কম; আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের অবস্থান

বিকাশ অ্যাপে ৫০ টাকা মোবাইল রিচার্জে ১৬ টাকা ক্যাশব্যাক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

বিকাশ অ্যাপ দিয়ে নিজের নম্বরে ৫০ টাকা মোবাইল রিচার্জ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১৬ টাকা ক্যাশব্যাক। বুধবার (১ ডিসেম্বর) চালু হওয়া এ অফার চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। একজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে একবারই এ ক্যাশব্যাক নিতে পারবেন।

মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘মোবাইল রিচার্জ’ অপশনে ক্লিক করতে হবে। পরের ধাপে মোবাইল নম্বর নির্বাচন করতে হবে। এরপর ৫০ টাকা টাইপ করে পিন নম্বর দিলে রিচার্জ হয়ে যাবে। রিচার্জের পরবর্তী কার্যদিবসের মধ্যে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্টে ১৬ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন।

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীনফোন, রবি এবং টেলিটকের সব নম্বরের ক্ষেত্রেই অফারটি প্রযোজ্য হবে।

যেকোনো সময় দেশের যেকোনো স্থান থেকে নিজের বা প্রিয়জনের মোবাইলে রিচার্জ করার সুযোগ থাকায় বিকাশের এ সেবা গ্রাহকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জে বিভিন্ন অপারেটরের সাথে বিভিন্ন ধরনের অফার রয়েছে।

গ্রাহক তার ব্যবহারের ধরন অনুযায়ী- নিজস্ব মোবাইল অপারেটরের ভয়েস, ডাটা প্যাক অথবা বান্ডেল কিনতে পারেন। এমনকি সেরা অফার তুলনার সুযোগও রয়েছে বিকাশ অ্যাপে।

যেমন- একজন গ্রাহক হয়তো ৫০ টাকা রিচার্জ করতে চান। তিনি ৫০ টাকা টাইপ করার পর ‘চেক অফার’ অপশনে ক্লিক করলে ৫০ টাকা বা তার আশেপাশের অ্যামাউন্টে যত অফার আছে সব একসঙ্গে দেখতে পারবেন এবং সেরা অফারটি বেছে নিতে পারবেন।

এই বিভাগের আরও খবর