করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন অনেক বেশি সংক্রামক হয়ে উঠছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেছেন।
সকালে প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র জানিয়েছেন, নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে উপসংহারমূলক মন্তব্যে পৌঁছাতে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে প্রাথমিক লক্ষণে দেখা যাচ্ছে এটি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অনেক বেশি সংক্রামক।
তিনি জানান, সরকার এই মুহূর্তে বিধিনিষেধ জারির ব্যাপারে যে দ্বিতীয় পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ করে রেখেছে তা এখনই বাস্তবায়ন করা হবে না। তবে প্রয়োজন হলে দ্রুত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।