বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, গরম কাপড় কেনার ধুম

  • প্রকাশিত : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

দিনাজপুরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড় কেনার ধুম পড়েছে। সন্ধ্যায় জমে উঠেছে পুরাতন কাপড়ের বাজার ও ফুটপাতে কেনাকাটা।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্ব নিম্ন তাপমাত্রা। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এদিকে শীত বেশি অনুভূত হওয়ায় মানুষ শহরের গোর-এ শহীদ ময়দানে পুরাতন কাপড়ের দোকানে সারাদিন ভিড় করেছে। বেচাকেনাও হচ্ছে বেশ। একই সঙ্গে রাস্তার উপরে শীত কাপড় বিক্রির দোকানগুলোতেও ভিড় দেখা যায়।

সন্ধ্যার পরও দোকানগুলোতে, বিশেষ করে পুরাতন কাপড়ের দোকানের পাশে রাস্তার উপরে এলএজডি গোডাউনের দেয়াল ঘেষে দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মানুষ হাত-পায়ের মুজা, মাফলার, টুপি, কানপট্টি এ জাতীয় শীতের কাপড়গুলো বেশি কেনাকাটা করেন।

পরিবার নিয়ে শীতের কাপড় কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, হঠাৎ করে বেশি শীত অনুভূত হচ্ছে। তাই পরিবার নিয়ে শীতের কাপড় কিনতে বের হয়েছি। এত ভিড় হবে ভাবিনি।

দোকানদার নজরুল ইসলাম বলেন, এতদিন খুব একটা বেচাকেনা হয়নি। আজ ভাল বিক্রি হয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, শীত আরও বাড়বে। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে।

এই বিভাগের আরও খবর