সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

আওয়ামী লীগ নেতা লায়ন এম শওকত আলীর ৪৪তম জন্মদিন উদ্‌যাপন

চট্টগ্রাম অফিস 
  • প্রকাশিত : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি মধ্য দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লায়ন এম শওকত আলীর ৪৪তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। মঙ্গলবার ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এরমধ্যে রয়েছে রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর আলোচনা সভা, কেক কাটা, আনন্দ আড্ডা,দোয়া ও বিশেষ করে মসজিদে মসজিদে দোয়া করা, খাবার বিতরণ, কর্মসূচি পালিত হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন,ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও কাউন্সিলর আলহাজ্ব নুরুল আমিন,যুগ্ন আহবায়ক লুৎফুল হক খুশী সহ আ.লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য দলের সকল নেতাকর্মীদের, সহযোগী সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ নেতা লায়ন এম শওকত আলী বলেন -সমস্ত প্রশংসা সর্বময় ক্ষমতাআল্লাহ রাব্বুল আলামীনের।

সকলকে  আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আমার জন্মদিন ছিল গতকাল, জীবনের পাতা থেকে আরেকটা, বছর চলে গেল  আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, জন্মদিন এতগুলো সারপ্রাইজ পাবো আমি  কখনো কল্পনাও করিনি খুব সাধারন মানুষ আমি, কিন্তু এই সাধারন মানুষটির জন্মদিনে আপনারা অসাধারণ করে দিয়েছেন প্রিয় মানুষগুলোর নাকি এমনই হয়, শত ব্যস্ততার মাঝে যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞ অন্তরের অন্তরস্থল থেকে ভালবাসা রইল।

আমার সহপাঠী, রাজনীতিক  সহযোদ্ধা, আত্মীয়,প্রিয় বন্ধু ও বান্ধবী,বড় ভাই, ছোট ভাই, বড় বোন ও ছোট বোন আমার সকল শুভাকাঙ্ক্ষী আমাকে এতটা ভালবাসা দিবে আমি সত্যি অবাক, আমাকে এতটা ভালবাসার জায়গায় রেখেছ সবাই, সবার কাছে কৃতজ্ঞ আমি।কিছু কিছু ব্যাপার সত্যি ভীষণ ভালো লাগা আর আবেগের সৃষ্টি করে বারবার মনে করিয়ে দেয় আমি আসলে কতটা সৌভাগ্য নিয়ে জন্মেছি, আমার মত সামান্য একজন মানুষের জীবনের চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এবারও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি এসেছিল সবার ভালবাসায় সিক্ত হতে, প্রথম পর্ব থেকে শেষ অব্দি চলতে থাকে শুধু ভালোবাসা পাওয়ার মুহূর্ত,  জীবনের প্রথম থেকে  আজ অব্দি যারা আমাকে ভালোবাসা  দিয়ে  রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

আর যারা যারা আমাকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসআপ, ইমু,মোবাইল ফোন, এসএমএস মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আপনাদের  সবার  প্রতি আমি কৃতজ্ঞ।
আর আমি আন্তরিকভাবে দুঃখিত অনেকের পোস্টে,কলে রিপ্লাই দিতে না পারার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে আপনাদের সবার  দোয়া আর ভালবাসা নিয়ে যেন আল্লাহ পাক এ দুনিয়াতে যতদিন রাখেন বাকি জীবনটা    এভাবে থাকতে পারি এই কামনা আবারো সবার প্রতি রইল শ্রদ্ধা ও ভালবাসা। আমি মনে করি আজ থেকে আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও খবর