ফকিরাপুল মিতালী হোটেলের ওয়ারিশ মালিক, মৃত জামাল উদ্দিন। স্বামী হারা, অসহায় এই নারী দুই ছেলে এক মেয়েকে নিয়ে স্বামীর ওয়ারিশ সম্পদ থেকে বঞ্চিত হয়ে, আয়রোজগার না থাকায় কোন উপায় না পেয়ে ৫ কেজি চাল নিতে এসে চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছে না।