বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • প্রকাশিত : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ভোর ৫টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি।

এদিকে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নাই। বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।

এই বিভাগের আরও খবর