বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

গণঅবস্থান কর্মসূচির সময় পরিবর্তন বিএনপির

  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচির সময় পরিবর্তন করেছে বিএনপি।

রোববার (৮ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালনের কথা থাকলেও সময় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

সালেহ প্রিন্স বলেন, সকাল ১০টার পরিবর্তে ১১টায় গণঅবস্থান শুরু হবে এবং শেষ হবে দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায়।

সরকার পতন, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দাবিতে এই কর্মসূচি পালন করবে দলটি।

এর আগে, গত ৩০ ডিসেম্বর সরকার পতন, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দাবিতে আগামী ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এই বিভাগের আরও খবর