সারা দেশে এ পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ৪ কোটি ৩২ লাখ ৩৯ হাজার ৬৫৩ জন। আর প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৬৮ লাখ ৬ হাজার ২৮৮ জনকে। এরমধ্যে রয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।
রোববার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শিক্ষার্থীসহ প্রথম ডোজ পেয়েছেন ২ লাখ ৯১ হাজার ৪০২ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৯৬২ জনকে। সারাদেশে আজ ৭ লাখ ৭৮ হাজার ৩৬৪ ডোজ টিকা দেওয়া হয়েছে।
এদিকে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮৮ হাজার ১৬০ জন শিক্ষার্থীকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ হাজার ২১২ জন।
এ পর্যন্ত মোট ১৩ লাখ ৪৮ হাজার ৩০৬ জন শিক্ষার্থী প্রথম ডোজ পেয়েছে, আর ২ লাখ ৫২ হাজার ৮৬৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছে।