বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত ১৩

  • প্রকাশিত : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের কাছে বন্দুক হামলায় একজন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন।

এর মধ্যে একাধিক ব্যক্তির অবস্থা সংকটাপন্ন। রোববার রাতে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে। শহরের ওই স্থানটিতে প্রচুর বার ও রেস্তোরাঁ রয়েছে। হামলাকারী একটি গাড়ির মধ্য থেকে গুলি করতে থাকে। খবর আরব নিউজের।

পুলিশ জানায়, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে গুলিবিদ্ধ একজনকে শঙ্কটাপন্ন অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বেটাউনে একটি মার্কেটে অর্ধশতাধিক লোক একটি পার্টিতে অংশ নেন।

এ সময় হঠাৎ করে গাড়িতে চড়া অবস্থায় এক বব্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, স্থানীয় গ্যাংদের মধ্যে কোন্দলে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলাকারীকে ধরতে পারেনি পুলিশ।

এই বিভাগের আরও খবর