গত ২৬ জানুয়ারি রাতে নগরীর আকবারশাহের কর্ণেল জোন্স রোডে যাওয়ার জন্য একেখান থেকে ৮০ টাকার বিনিময়ে আকতার উদ্দিন নামে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের মোটরসাইকেল চালককে ভাড়া করে এক যুবক।
পরবর্তীতে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে মোটরসাইকেল কেড়ে নেয়ার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে আরও তিনজন যুক্ত হয়।এবং চার জন ছিনতাইকারী মিলে পাঠাও ড্রাইবার আকতারের মাথা, হাঁটু, উরু এবং গোড়ালিতে হাতুড়ি দিয়ে আঘাত করে। এরপর তাকে রাস্তায় ফেলে দিয়ে মোটরসাইকেল, মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় আকবর শাহ থানায় মামলা করেন ভুক্তভোগী আকতার উদ্দিন।পরে শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সিএমপি আকবরশাহ থানার অভিযানে ছিনতাইকৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ০২ জনকে গেফতার করা হয় কর্ণেল জোন্স রোড এলাকা থেকে।
গ্রেফতার দুইজন হলেন- ফেরদৌস মাহমুদ ইমন (২৪) ও সাদ্দাম হোসেন জসিম (৩২)।গ্রেফতারকৃত ফেরদৌস মাহমুদ ইমনের নামে নগরীর আকবরশাহ্ ও পাহাড়তলী থানায় ০২টি ছিনতাই, ০২টি অস্ত্র মামলাসহ ডাকাতির প্রস্তুতি, ছিনতাইয়ের চেষ্টা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ বিভিন্ন অভিযোগে মোট ০৭টি মামলা বিচারাধীন রয়েছে।
এবিষয়ে আকবর শাহ থানার (ওসি) ওয়ালীউদ্দিন আকবর বলেন, ‘অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা অভিযান চালিয়ে দুই ছিনতাইকারতীকে গ্রেফতার করতে পেরেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই চক্রের সদস্য বলে স্বীকার করেছে।
তিনি বলেন, তাদের নানান অপকর্মের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো। বাকিদের ধরতে অভিযান চলছে