বাংলাদেশ কারাতে ফেডারেশন এর আয়োজনে সম্পন্ন ব্লাক বেল্ট (ড্যান বা ডিগ্রি) পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সিএমপি স্কুল এণ্ড কলেজের কারাতে শিক্ষার্থীরা সনদসহ চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সাথে সাক্ষাৎ করলে সিএমপি কমিশনার মহোদয় কারাতে শিক্ষার্থী ও তাদের কোচদের অভিনন্দন জানিয়ে কারাতের শিক্ষাকে নিজেদের সুস্থতা ও আত্নরক্ষায় কাজে লাগানোর আহবান জানান।
পাশাপাশি কারাতে ইভেন্টে সিএমপি স্কুল এণ্ড কলেজ এর সুনাম বৃদ্ধিতে লেখাপড়ার পাশাপাশি কঠোর অনুশীলন এর উপর জোর দেন এবং কারাতে ইভেন্টের সফলতায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শাখা প্রধান জনাব মোঃ বেলাল উদ্দীন, সিএমপি স্কুল এণ্ড কলেজ এর প্রধান কারাতে কোচ ও ওয়াল্ড এবং এশিয়ান কারাতে ফেডারেশন এর জাজ ও রেফারি কাউসার আহমেদ, পুলিশের কারাতে কন্যা খ্যাত ওয়াল্ড ও এশিয়ান কারাতে জাজ ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ এর কারাতে ইনচার্জ এএসআই লতা পারভীন উপস্থিত ছিলেন।
কৃতি কারাতে শিক্ষার্থীরা হল ব্লাক বেল্ট ১ম ড্যান প্রাপ্ত রাফাত শাহরিয়ার, নুসাইফা ইসলাম, সাফরিনা হাসান শারিন, মাইশা বিনতে সরওয়ার ও শেখ কামাল যুব গেমস্ এ চট্টগ্রাম জেলা ও বিভাগীয় পর্যায়ে উর্ত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়া মুসফিকুজ্জামান শাকিন।