নারায়ণগঞ্জের রূপগঞ্জের সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ১১টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে স্বাগত জানান।
এদিন জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রূপগঞ্জের পূর্বাচল সেক্টর ৪-এ পাতাল মেট্রোরেলের ডিপো ও লাইন নির্মাণ কাজের উদ্বোধন করবেন সরকারপ্রধান। এরপর সুধী সমাবেশে ভাষণ দেবেন তিনি।
আর প্রধানমন্ত্রীর এই সমাবেশ কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।