সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

দুই দিনে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে ৯০০ অভিবাসনপ্রত্যাশী

  • প্রকাশিত : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

নৌকায় করে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেল থেকে ৯০০ এর বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার কেন্ট উপকূলে ১৯টি নৌকায় ৫৫৯ জন এবং শুক্রবার ৩৫৮ জনকে নিয়ে ১০টি নৌকায় পারাপার হয়েছে। এছাড়া গত দুই দিনে ফ্রান্স কর্তৃপক্ষ ৫৬৪ জনকে আটকে দিয়েছে।

চলতি বছর ছোট নৌকায় করে ২৭ হাজার ৭০০ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। যেখানে ২০২০ সালে এই চ্যানেল অতিক্রম করে আট হাজার ৪০০ জন।

গত মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ক্যালাইসের কাছে এক অন্তঃসত্ত্বাসহ সাত নারী ও তিন শিশু এবং ১৭ জন পুরুষসহ একটি নৌকা ডুবে যায়।

ক্ল্যান্ডেস্টাইন চ্যানেল থ্রেট কমান্ডার ড্যান ও’মাহনি বলেন, গত মাসের দুঃখজনক ঘটনা চ্যানেল অতিক্রমের বিপজ্জনক বার্তা দেয় এবং আমরা এর পেছনে থাকা অপরাধী চক্রের সদস্যদের ধরতে আমাদের ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, অবিশ্বাস্যভাবে এই চক্রগুলো তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর