বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

বাসচাপায় ২ বেকারি শ্রমিক নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

কুমিল্লার বরুড়া উপজেলায় বাসচাপায় দুই বেকারি শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, অহিদুর রহমান (৪০) ও সাগর মিয়া (২৮)। দুজনই জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা। তারা বরুড়া পৌরসভার চেয়ারম্যান পোল-সংলগ্ন এলাকার একটি বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার রাতে সাগর, অহিদুর ও আরেকজন শ্রমিক মোটরসাইকেলে স্থানীয় বাজারে খাবার খাওয়ার জন্য আসেন। এ সময় খাবার খেয়ে বেকারিতে ফেরার পথে বাজারের ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সামনে কুমিল্লা থেকে বরুড়াগামী বলাকা পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও একজন আহত হন। পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর