সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না : ইয়ামি গৌতম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। অভিনয়ের ক্যারিয়ারে অনেকটা বেছে বেছেই কাজ করেন তিনি। চরিত্রের ক্ষেত্রেও বেশ সচেতন এই অভিনেত্রী। বর্তমানে তার আসন্ন সিনেমা ‘লস্ট’র প্রচারণার কাজে কলকাতায় গিয়েছেন ইয়ামি।

সম্প্রতি সেখানে এক সাক্ষাৎকারে চরিত্রের নানা বিষয় নিয়ে কথা বলেন ‘সানাম রে’ খ্যাত এই অভিনেত্রী।

ইয়ামি বলেন, আমি অনেক আগেই একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যে এমন চরিত্রে কাজ করতে হবে যেখানে অভিনয়ের পাশাপাশি দর্শক হিসেবেও পরে পর্দায় নিজেকে উপভোগ করতে পারি। একই রকমের অনেক কাজই এসেছে আমার কাছে।

কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না আমি। তাই চরিত্রের ক্ষেত্রে একটু ভিন্ন ধাঁচের কাজই করছি।

চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রে স্বামীর সঙ্গে (পরিচালক আদিত্য ধর) আলোচনা করেন কি না জানতে চাইলে জবাবে বলেন, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আমার নিজস্ব। সেটা ও জানে। তবে ওর সঙ্গে কথা বলার পর একটা নতুন আঙ্গিক খুঁজে পাই আমি। যেটা আমাকে সিদ্ধান্ত নিতে অনেক হেল্প করে।

অভিনেত্রী আরও বলেন, আমরা একে অপরকে খুব ভালো চিনি। তাই আমার কোন চিত্রনাট্য ভালো লাগছে না বা কোনটা পড়ে আমি পছন্দ করছি, সেটা ও আমাকে দেখলেই বুঝে যায়। আর নিজেদের মধ্যে এই আলোচনাকে আমার কাছে বেশ ভালো লাগে এবং আনন্দায়ক বিষয়।

প্রসঙ্গত, ‘লস্ট’ ছবিতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। বর্তমানে এই ছবির প্রচারণার কাজেই ব্যস্ত রয়েছেন তিনি।

খবর : আনন্দবাজার

এই বিভাগের আরও খবর