সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

শেখ কামাল স্কুল ও মাদ্রাসার এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

শাহিন আহমেদ, চট্টগ্রাম ব‍্যুরো
  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

গতকাল ১১ ফেব্রুয়ারি, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশে আধুনিক ক্রীড়ার রূপকার শহিদ শেখ কামালের নামানুসারে শুরু হওয়া ‘শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষ্ণপদ রায় বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭২ সালে যাত্রা শুরু হওয়া অ্যাথলেটিকস ফেডারেশন মূলত তৃণমুল পর্যায় থেকে মেধাবী ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে দেশব্যাপী বৃহত্তর পরিসরে অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন করে।

এই বিভাগের আরও খবর