শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

ব্রিটিশ ভ্রমণকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আনছে জার্মানি

  • প্রকাশিত : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

এবার ব্রিটেনের ওপর বিধিনিষেধ আনছে জার্মানি। ইউরোপের সর্বশেষ দেশ হিসেবে জার্মানি ব্রিটিশ ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার কমিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে ব্রিটিশ নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আনা হলেও যেসব জার্মান নাগরিক ব্রিটেনে আছেন তারা নিজ দেশে প্রবেশ করতে পারবেন।

এক্ষেত্রে জার্মান নাগরিকদের করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে এবং জার্মানিতে পৌঁছানোর পর দুই সপ্তাহ তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে যারা টিকা নিয়েছেন তাদের এসবের প্রয়োজন নেই।

রোববার সন্ধ্যা থেকেই নতুন এই নিষেধাজ্ঞা জারি হবে। এরই মধ্যেই ব্রিটেনের নাগরিকদের ওপর একই ধরনের বিধিনিষেধ জারি করেছে ফ্রান্স।

ফেডারেল হেলথ এজেন্সি রবার্ট-কোচ-ইন্সটিটিউট নতুন এই বিধিনিষেধ জারি করে যুক্তরাজ্যকে ভাইরাস ভ্যারিয়েন্টের এলাকা হিসেবে উদ্বেগ প্রকাশ করেছে। দেশটিকে সর্বোচ্চ কোভিড ঝুঁকি হিসেবে সতর্ক করা হয়েছে।

ডেনমার্ক, ফ্রান্স, নরওয়ে এবং লেবাননও জার্মানিকে উচ্চ ঝুঁকির তালিকায় রেখেছে এবং দেশটি থেকে আসা ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শনিবার যুক্তরাজ্যে নতুন করে ৯০ হাজার ৪১৮ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। গত কয়েকদিনের মধ্যে এই সংখ্যা রেকর্ড করেছে।

এই বিভাগের আরও খবর