বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

কুখ্যাত চাকমা রুবেল গ্রুপের প্রধান চাকমা রুবেলসহ ০৭ সদস্য গ্রেপ্তার

শাহিন আহমেদ, চট্টগ্রাম ব‍্যুরো
  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

পলোগ্রাউন্ড থেকে টাইগার পাস মোড় যাওয়ার পথে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ডাকাতির প্রস্তুতি- গ্রহনকালে ০৭ টি টিপ ছোরাসহ চাকমা রুবেল, মোঃ আলামিন, দাইত্ত্যা রুবেল, শাহাদাৎ হোসেন বাবু, মোঃ বাদশাহ, দ্বীন ইসলাম প্রকাশ মুন্না ও মনির হোসেন সহ গত ১৩ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে চক্রটির দলনেতা চাকমা রুবেলসহ সাতজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা গভীর রাতের বাসগুলোতে ঘরমুখী যাত্রী এবং ভোরবেলায় চলাচলরত বাসগুলোতে অফিসগামী যাত্রীদের টার্গেট করে। গভীর রাত এবং ভোর বেলায় বাসে যাত্রী কম থাকার সুযোগ কাজে লাগিয়ে জায়গা বুঝে ছোরার ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। আটককৃতরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা সহ ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের সীতাকুন্ড, ফৌজদারহাট সহ মইজ্জারটেক, পটিয়া এবং বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে।

জানা গেছে, চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশনে কোতোয়ালী থানার টহল টিম দায়িত্বপালনকালে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সন্দেহ মুলোক কয়েকজনের ব্যাক্তির অবস্থানের খবর পায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সে এলাকায় পুলিশ অবস্থান নিলে পরিস্থিতি বুঝে,তিনজন ছিনতাইকারী পালিয়ে যায়। তবে ছিনতাইকারী চক্রের দলনেতা মোহাম্মদ রুবেল ওরফে চাকমা রুবেলসহ সাতজনকে আটক করে।

এবিষয়ে কোতোয়ালী থানার এসআই মেহেদী হাসান বলেন, ডাকাত দলের প্রধান চাকমা রুবেলকে সর্ব প্রথম ২০১৭ সালে কোতোয়ালী থানা পুলিশ আটক করেছিল। সে সময় পকেটমার হিসেবে প্রসিদ্ধ ছিল। পরে জামিনে জেলে থেকে বের হওয়ার পর তার মতো আরও কয়েকজনকে নিয়ে বড় একটি দল তৈরি করে। এখন পর্যন্ত দলের দুই সক্রিয় ব্যক্তি পলাতক আছে। তাছাড়া প্রত্যেকের নামেই চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় আগে থেকেই একাধিক মামলা আছে।

এই বিভাগের আরও খবর