সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে হেলে পড়েছে মন্দিরসহ ৪ ভবন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের খাল খননের কারণে তিনটি ভবন ও একটি হিন্দু মন্দির হেলে পড়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

সদরঘাট এলাকার ফকিরপাড়ায় অবস্থিত স্বপন দাস, মনোরঞ্জন দাস ও মতি দাসের মালিকানাধীন ভবনগুলো রাত ১১টার দিকে হেলে পড়ে বলে একটি হেলানো ভবনের মালিক অরোতি দাস জানিয়েছেন। ভবনের পাশাপাশি কয়েকটি সেমিপাকা ও রান্নাঘরের মাটি ফেটে যাওয়ায় ভবনগুলো ধসের ঝুঁকিতে রয়েছে।

অরোতি দাস বলেন, সিডিএ তাদের ভবন সংলগ্ন গুলজার খাল দুই বছর ধরে খনন করছে। খাল খনন কাজের জন্য একটি ভবনের কিছু অংশ আগে ভেঙে ফেলা হয়েছে। কিন্তু অন্যান্য অংশ ঝুঁকিপূর্ণ ছিল। রাত ১১টার দিকে, আমরা লক্ষ্য করলাম ভবনটি কাঁপছে। আমরা তাৎক্ষণিক ভবন থেকে বেরিয়ে আসি। অন্য ভবনের বাসিন্দারা রাত ১২টা ১০ মিনিট পর্যন্ত অবস্থান করছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. ফারুক হোসেন বলেন, স্থানীয় বাসিন্দারা ভবনটি খালি করছেন। ভবনগুলো হেলে পড়েছে এবং এটি ঝুঁকিপূর্ণ ছিল। একটি হিন্দুমন্দিরও হেলে পড়েছে।

ওই ভবনে ২০টি পরিবার বসবাস করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনার মন্তব্যের জন্য সিডিএর কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এই বিভাগের আরও খবর