বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :

আরও ৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার তিনজন এবং ঢাকার বাইরের পাঁচজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত ৭০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৭৮ জন।

উল্লেখ্য, গত বছরে সারাদেশে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।

এই বিভাগের আরও খবর