শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কোরআন মজলিস বাংলাদেশ এর আহবায়ক কমিটির পক্ষে আদালতের আদেশ এম.এম কামাল আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ESF-এর কর্ণধার জনাব এনায়েত উল্যাহ সৈয়দ (শিপুল সৈয়দ স্যার)-কে টেলিভিশন এসোসিয়েশন অব চীনে পানওয়াং উৎসব অনুষ্ঠিত ইউআইটিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র আহবায়ক আবজাল হোসাইন মৃধা আন্তর্জাতিক জুরি বোর্ডে অভিনেতা এনায়েত উল্ল্যাহ সৈয়দ বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার গোদাগাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল মতিন শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক অবরোধে আশুলিয়ায় যান চলাচল কম; আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের অবস্থান

নওগাঁয় ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে সরিষার আবাদ

মোঃ আঃ রহিম, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

নওগাঁ জেলায় সরিষা চাষের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মধ্যবর্তী ফসল, উৎপাদন খরচ স্বল্প এবং ভোজ্যতেল হিসেবে ভোক্তাদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সরিষা চাষের প্রতি কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। যার ফলে জেলায় সরিষার চাষ সম্প্রসারিত হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন- ২০২৭-২০১৮ মওসুমে ২৭ হাজার ৪২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সেখান থেকে হেক্টর প্রতি ১ দশমিক ৩১ হারে মোট সরিষার ফলন হয় ৩৬ হাজার ৩১৭ টন।

২০১৮-২০১৯ মওসুমে জেলায় মোট সরিষার আবাদ হয় ২৯ হাজার ২৬৫ হেক্টর। হেক্টর প্রতি ১ দশমিক ৪১ টন হারে মোট ফলন হয় ৪১ হাজার ১৩৫ টন সরিষা।

২০১৯-২০২০ মওসুমে মোট সরিষার আবাদ হয় ৩১ হাজার ১৭৫ হেক্টর জমিতে যেখান থেকে হেক্টর প্রতি ১ দশমিক ৪২ টন হারে মোট ফলন হয় ৪৪ হাজার ১৯০ টন সরিষা।

২০২০-২০২১ মওসুমে এ জেলায় সরিষার আবাদ হয় ৩১ হাজার ৩২০ হেক্টর জমিতে। এখান থেকে হেক্টর প্রতি ১ দশমিক ৪৫ টন হারে মোট সরিষার উৎপাদন হয় ৪৫ হাজার ৪৬৬ টন
২০২১-২০২২ মওসুমে জেলায় সরিষার আবাদ হয় ৩৪ হাজার ৭৪৫ হেক্টর জমিতে। হেক্টর প্রতি ১ দশমিক ৫২ টন হারে মোট সরিষার ফলন হয় ৫২ হাজার ৯৪৭ টন সরিষা।

চলতি ২০২২-২০২৩ মওসুমে ৪৭ হাজার ৮০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। প্রতি হেক্টর থেকে ১ দশমিক ৬০ টন হারে এ বছর মোট সরিষ উৎপাদিত হয়েছে ৭৬ হাজার ৪৮০ টন সরিষা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানিয়েছেন- আগামী ২০২৪-২০২৫ মওসুমের মধ্যে জেলায় ৫০ ভাগ অধিক জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য অনুযায়ী প্রথম বছর অর্থাৎ চলতি ২০২২-২০২৩ বছরেই ৩২ ভাগ আবাদ বৃদ্ধি হয়েছে।

এই বিভাগের আরও খবর