ফরিদপুরে “আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা”- এর নেতৃবৃন্দ (২৩ ফেব্রুয়ারি) বৃহষ্পতিবার ফরিদপুর জজ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিসট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন।
স্থানীয় পৌরসভার নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদমুখর হওয়ায় তারা এ প্রতিষ্ঠানের সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে ১৬ জানুয়ারী একটি স্পর্ষকাতর মামলা ঠুঁকিয়ে দেয়।
অতঃপর অকাঠ্য আইনী যুক্তি প্রদর্শনে একপর্যায়ে বিজ্ঞ বিচারক সন্তষ্ঠচিত্তে তাঁদের জামিন প্রদান করেন।
জামিনে প্রধান কৌশলী হিসেবে উপস্থিত ছিলেন আজাদবার্তা সম্পাদক খুলনা জেলা ল,ইয়াস আইনজীবী জার্নালিস্ট সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা খুলনা বিভাগীয প্রধান উপদেষ্টা অ্যাড.এম.মাফতুন আহমেদ। তাঁকে সহযোগিতা করেন অ্যাড.মো.শাহাজান আলী, অ্যাড.স্বপন হাওলাদার সম্রাট, অ্যাড. সত্যজিৎ মুর্খাজী প্রমুখ।
এরপর বিকাল ৩ ঘটিকায় ফরিদপুর “আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা”-এর কার্যালয়ে স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় আজাদ বার্তা সম্পাদক অ্যাড.এম মাফতুন আহমেদ তথ্যনির্ভর বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে “আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার’দায়িত্বরত সবার প্রতি জোর আহবান জানান।
পাশাপাশি ফরিদপুর পৌরসভার নানা অনিয়ম খুঁতিয়ে বের করে দুর্নীতিরোধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কানা করেন।
সভায় বক্তৃতা করেন সর্বজনাব সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আলী আকবর হোসেন, জেলার বোয়ালমারী শাখার সাধারণ সম্পাদক সৈয়দ দেলোয়ার হোসেন,রাশিদা আক্তার,সুমাইয়া আক্তার,সেলিম ঠাকুর প্রমুখ।