আসন্ন পঞ্চম ধাপে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্য মনোনয়নপত্র দাখিল যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ঢাকা জেলার মধ্যে সাভার উপজেলায় মোট ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ৫ জানুয়ারি সম্পন্ন হবে। এর ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রার্থী গন প্রচার-প্রচারণা উদ্দেশ্য উঠান বৈঠক সহ নানা ধরনের প্রচারণা চালাচ্ছে। সরেজমিনে বনগাঁ ইউনিয়নে গিয়ে দেখা যায় সাবেক বনগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বর্তমান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম বনগাঁ ইউনিয়নের নানা উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে। এসময় উপস্থিত লোকজনকে তার সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা জানান সাধারণ মানুষের আপদে-বিপদে সর্বদা সহায়তা করার চেষ্টা করেছে যার ফলে সকলের নিকট প্রিয় মুখ সাইফুল ইসলাম। করোনা মহামারীর মধ্যে অসহায় সাধারণ মানুষকে খাদ্য বস্ত্র ও নগদ অর্থ দিয়ে সহায়তা করার চেষ্টা করেছেন। ছুটির দিনেও সাধারণ মানুষের সেবায় ইউনিয়ন পরিষদে নিজেকে ব্যস্ত রাখেন। সরকারি জমি ও খাল রক্ষা সর্বদা সতর্ক থাকেন। বনগাঁ ইউনিয়ন আধুনিকায়ন সম্পর্কে তার নিকট জিজ্ঞাসা করলে তিনি জানান সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে বেশকিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছি ইতিমধ্যে কিছু কাজ সম্পন্ন হয়েছে যেগুলো বাকি রয়েছে তা অচিরেই সম্পন্ন করা হবে। এসময় তিনি আরো বলেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।