রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে টিকেটিং উপকমিটির চেয়ারম্যানের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাফ অ-১৯ ওমেন চ্যাম্পিয়নশীপ ২০২১ এর লোকাল অর্গানাইজিং কমিটির সদস্য, ক্রাউন ম্যানেজমেন্ট ও টিকেটিং উপকমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগে সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

বাংলাদেশ দলের এ সাফল্যে দলের সকল খেলোয়াড়, বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাফুজা আক্তার কিরণসহ কোচ, কর্মকর্তা, মাঠে এসে বাংলাদেশকে সমর্থন দেওয়া সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ নারী দল বিজয়ের মাসে নতুন আরেকটা বিজয় এনে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে তাদের এই অবিস্মরণীয় জয় বিশেষ গুরুত্ব বহন করে। আশা করি বাংলাদেশ দল ফুটবল বিশ্বে নতুন জাগরণ সৃষ্টি করবে।

এই বিভাগের আরও খবর