পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে একটি কার্গো নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।
গত সোমবার (২০ ডিসেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ডুবে যাওয়া নৌকাটি মূলত কার্গো হিসেবে বা পণ্য পরিবহনের জন্য অনুমোদিত ছিল। তবে গত সোমবার সেটি অবৈধভাবে যাত্রী পরিবহনের কাজ করতে গিয়ে ডুবে যায় এবং বিপুল সংখ্যক এই প্রাণহানির ঘটনা ঘটে।
এদিকে নৌকাডুবির ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ থাকলেও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার ও তল্লাশি অভিযান বন্ধ রয়েছে। তবে আজ (বৃহস্পতিবার) ফের উদ্ধার ও তল্লাশি অভিযান শুরুর কথা রয়েছে।
সূত্র: রয়টার্স